Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০২১

কর্মবন্টন

উপপরিচালক, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর, চট্টগ্রাম এ  বিদ্যমান কর্মকর্তাদের কর্মবন্টন :

ক্রমিক নং

অর্পিত দায়িত্ব

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে স্ব-স্ব অধিক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক প্রধান এবং রপ্তানি ও আমদানিতব্য মৎস্যপণ্যের মাননিয়ন্ত্রণ বিষয়ক সকল স্থাপনার কার্যাবলি তদারকি ও এ সম্পর্কিত দায়িত্ব পালন;

মোঃ শাহজাদা খসরু

উপপরিচালক

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর, চট্টগ্রাম।

ই-মেইলঃ

skhosru@gmail.com

মোবাইলঃ ০১৭১৮-১৭৪১৮০

 

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ও HACCP, হাইজিন-স্যানিটেশনসহ সার্বিক কোয়ালিটি অ্যাসুরেন্স কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ সংক্রান্ত সার্বিক বিষয় উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহন, বাস্তবায়ন এবং মনিটরিং এর দায়িত্ব পালন;

রপ্তানিতব্য পণ্যের নমুনা পরীক্ষনের (PET) জন্য নমুনা সংগ্রহকরণ, ল্যাবে নমুনা প্রেরণ, সংশ্লিষ্ট পরীক্ষণ ল্যাবরেটরির সাথে সমন্বয় সাধন, নন-কমপ্লায়েন্স ফলাফলে ফলো-আপ কার্যক্রম তদারকিকরণ;

NRCP বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ, নমুনা সংগ্রহকরণ, ল্যাবের নমুনা প্রেরণ, সংশ্লিষ্ট পরীক্ষণ ল্যাবরেটরির সাথে সমন্বয়সাধন, নন-কমপ্লায়েন্স ফলাফলে ফলো-আপ কার্যক্রম তদারকিকরণ;

ISO17020 অনুসারে পরিদর্শন সক্ষমতার এ্যাক্রিডিটেশন প্রাপ্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন;

দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং মৎস্য আমদানিকারক ও রপ্তানিকারক দেশের সাথে যোগাযোগ রক্ষা করা এবং এ সব সংস্থা/দেশ হতে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা।

 

দপ্তরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়ন সংশ্লিষ্ট সকল বিষয় এবং মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উপপরিচালককে দায়িত্ব পালনে সহায়তা প্রদান;

ডঃ মোঃ আবু তৈয়ব

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন, চট্টগ্রাম।

ই-মেইলঃ drtoyub@gmail.com মোবাইলঃ ০১৮৬০-৬৮৮২০৫

 

মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন, চট্টগ্রাম।

ই-মেইলঃ

 fiqc12@gmail.com

মোবাইলঃ ০১৮২৩-৪৭৩০৩১

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ কারখানা, ভেসেল ও ভ্যালুচেইনে HACCP, হাইজিন-স্যানিটেশনসহ সার্বিক কোয়ালিটি অ্যাসুরেন্স কার্যক্রম বাস্তবায়নে উপপরিচালককে সহায়তা প্রদান এবং উপপরিচালকের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন;

পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ সংশিস্নষ্ট জনবলের কারিগরি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচী প্রণয়ন, অনুমোদন গ্রহণ ও বাস্তবায়ন;

রপ্তানি ও আমদানিতব্য মৎস্যপণ্য হতে সংগৃহীত নমুনা পরীক্ষণের জন্য ল্যাবরেটরিতে প্রেরণের ব্যবস্থা গ্রহন এবং প্রাপ্ত ফলাফল উপস্থাপন;

পরিদর্শন কাজে নিয়োজিত পরিদর্শনকারী কর্মকর্তাদের কাজ তদারকিকরণ;

দপ্তরের সকল কার্যক্রমের রেকর্ড সংরক্ষন করা এবং পরিদর্শন সংশ্লিষ্ট যাবতীয় তথ্য-উপাত্তের গোপনীয়তা রক্ষার ব্যবস্থাকরণ;

উপপরিচালকের অনুপস্থিতিতে অথবা তার নির্দেশনামতে রপ্তানিতব্য পণ্যের স্বাস্থ্যকরত্ব ও আনুষঙ্গিক সনদ স্বাক্ষর এবং প্রতিবেদন প্রতিস্বাক্ষর;

NRCP বাস্তবায়নে পরিকল্পনা গ্রহন, নমুনা সংগ্রহকরণ, ল্যাবে নমুনা প্রেরণ, সংশ্লিষ্ট পরীক্ষণ ল্যাবরেটরির সাথে সমন্বয় সাধন, নন-কমপ্লায়েন্স ফলাফল ফলোআপ কার্যক্রম পরিচালনায় উপপরিচালককে সহায়তা প্রদান করা।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুসারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, ভেসেল, ডিপো, মৎস্য অবতরণকেন্দ্র, সার্ভিস সেন্টার বরফকল প্রভৃতি স্থাপনা ও পণ্য পরিদর্শন, পণ্যের ভৌতমান পরীক্ষাকরণ ও কাগজপত্র যাচাই করা এবং অনুজীব ও রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহকরণ;

হিরন মিয়া

পরিদর্শক

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন, চট্টগ্রাম।

ই-মেইলঃ

 Mia.heron91@gmail.com

মোবাইলঃ ০১৯১৪-০৪৯৫৩৫

 

এম. এম. ইফতেখার হাসান

পরিদর্শক

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন, চট্টগ্রাম।

ই-মেইলঃ

 iftakherhasan@gmail.com

মোবাইলঃ ০১৭১৯-৭২৪৬৬০

 

 

মো: আমিনুল ইসলাম

পরিদর্শক

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন, চট্টগ্রাম।

ই-মেইলঃ

aminulfiqc@gmail.com

মোবাইলঃ ০১৭১৬-২৩৮৯০২

 

মোঃ তরিকুল ইসলাম

পরিদর্শক

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন, চট্টগ্রাম।

ই-মেইলঃ

tarikfiqc@gmail.com

মোবাইলঃ ০১৭১২-৭৯৬০৪৩

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুসারে মৎস্য প্রক্রিয়াজাত কারখানা পরিচালনায় কারখানা কর্তৃপক্ষকে সহায়তা প্রদান;

আন্তর্জাতিক মানের সাথে সংগতি রেখে HACCP, ISO 9000, EN-45000 অনুসারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা কর্তৃপক্ষকে মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকরণে সহায়তা প্রদান;

মৎস্য ও মৎস্য পণ্য আমদানিকারক ও রপ্তানিকারক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক জারীকৃত ডাইরেকটিভস, রেগুলেশন যথাযথভাবে প্রয়োগ করে মানসম্পন্ন মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদনে প্রক্রিয়াজাতকরণ কারখানা কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান;

মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, মৎস্য অবতরণ কেন্দ্র/সার্ভিস সেন্টার, ডিপোসমূহের স্বাস্থ্যসম্মত মান যাচাই করার লক্ষ্যে Swab টেস্ট-এর নমুনা, পানি ও বরফের নমুনা সংগ্রহকরণ;

NRCP/RMP এর আওতায় বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের অবশিষ্টাংশের উপস্থিতি পরীক্ষার নিমিত্ত চিংড়ি, মাছ, মৎস্য খাদ্য ও মৎস্য খাদ্যের উপকরণের নমুনা সংগ্রহ করা।

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon